Print Paper - www.news69bd.com - Publish Date : 11 June 2019

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা, ১১ জুন : ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ-উল-ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী ৯ জুন ২০১৯ রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মু. শামসুজ্জামান।

আরও বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, আবু রেজা মো. ইয়াহিয়া, তাহের আহমেদ চৌধুরী, মুহাম্মদ কায়সার আলী ও হাসনে আলমসহ ঊর্ধ্বতন নির্বাহীরা।

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি মো. আমিনুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।