Print Paper - www.news69bd.com - Publish Date : 20 July 2019

ফরিদপুরে ট্রাক খাদে পড়ে নিহত ২

ফরিদপুরে ট্রাক খাদে পড়ে নিহত ২

ফরিদপুর, ২০ জুলাই : ফরিদপুরে সদরের শিবরামপুর নামক স্থানে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ আহত হয়েছে ঘটনায় আরও তিনজন।

আজ শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক শনিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই নির্মান (পাইল) শ্রমিক নিহত হন।

তবে তিনি নিহতের পরিচয় এখন পর্যন্ত যানা যায়নি। আহতের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।